কাপড়ে ব্লক করার শিল্প বাংলাদেশের একটি জনপ্রিয় শিল্প। ফ্যাশন সচেতন নারীরা এই প্রাচীন শিল্পটি এখনো বাঁচিয়ে রেখেছে। এই শিল্প যে কতটা জনপ্রিয় তা যেকোনো ব্লক ও রং এর দোকানে গেলেই টের পাওয়া যায়।
ব্লক করতে তেমন কোনো কিছুরই প্রয়োজন হয় না। যে কেউ ঘরের কোণে বসে কাপড়ে ছাপ দিয়ে নকশা করার এই কাজটি অনায়াসে করতে পারেন।
ব্লক শিল্প খুব সহজ, সাধারণ একটি শিল্প। ব্লক করার পদ্ধতিটি অনেকটা কাগজে সিল মারার মতোই সহজ। কাগজের সিল দিতে হলে নির্দিষ্ট সিলটি যেমন কালির উপর চেপে ধরে তারপর কাগজের নির্দিষ্ট স্থানে চাপ দিলে ছাপ পড়ে যায় এই শিল্পটি ঠিক অবিকল এমনই। তবে এক্ষেত্রে কাগজের পরিবর্তে থাকে কাপড়।
ব্লক শব্দটি ইংরেজি শব্দ “Block” থেকে নেয়া হয়েছে যার অর্থ হচ্ছে ছাপ মারা। ব্লক করার সঠিক পদ্ধতি জানলে যে কেউ ঘরে বসেই নির্দিষ্ট কাপড়ে পছন্দ অনুযায়ী নকশা ছাপ বসিয়ে নিতে পারবেন। ছোট্ট পরিসরে করলে এর জন্য বিশাল বড় টেবিল, প্রচুর রং ও মশলাপাতির প্রয়োজন হবে না।
সঠিকভাবে রঙ মেশাতে পারলে এবং সঠিক নকশা নির্বাচন করতে পারলে যে কেউ খুব অল্প দ্রব্যাদি দিয়ে সহজে ঘরের কোনায় বা বারান্দায় বসে একটি শাড়ি, জামা অথবা চাদরে ছাপ দিয়ে ফ্যাশনেবল করে তুলতে পারেন।
ব্লক করার জন্য সবার প্রথমে স্থান নির্বাচন করা জরুরী। এজন্য প্রথমে খালি একটি টেবিল নিন এবং তারপর তার উপর কম্বল অথবা কাঁথা ভাঁজ করে বিছিয়ে নিতে হবে। কম্বল বা কাঁথা যদি পুনরায় আবার ব্যবহার করতে চান তাহলে এর উপর একটি সস্তা মার্কিন কাপড় বিছিয়ে নিন।
ফলে ব্লক করার সময় রং লাগলে এই মার্কিন কাপড়ের উপরই লাগবে। রং লাগতে লাগতে মার্কিন কাপড় একসময় শক্ত হয়ে গেলে তা অতি সহজে বদলে নতুন কাপড় বিছাতে পারেন।
রং কিনে রং এর উপকরণ এয়ারটাইট কাঁচের পাত্রের মুখ ভালো করে বন্ধ করে রাখলে তা নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে না। কারণ বাতাসে অনেক সময় রং শুকিয়ে যায়। রং কিনার সময় লক্ষ রাখবেন যাতে অল্প পরিমাণে রং কেনা হয় কারণ, প্রয়োজনের অতিরিক্ত রং দীর্ঘদিন পরে থাকলে তা নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা থাকে।
এবার আসি ছাপ মারা অথবা ব্লক করার নির্দিষ্ট কাঠের ব্লক কিভাবে বানাবেন সে কথায়। ব্লকের দোকান থেকে আপনি পছন্দ অনুযায়ী ব্লক কিনে নিতে পারেন অথবা অর্ডার দিয়ে বানিয়ে নেওয়া যায়। সে ক্ষেত্রে আগে থেকে নির্মিত ব্লকের তুলনায় দাম কিছুটা বেশি হতে পারে।
কাঠের ব্লক ভালো রাখতে চাইলে ব্লক এর কাজ শেষ করা মাত্রই তা পানিতে ভেজাবেন এবং পুরাতন টুথ ব্রাশের সাহায্যে ভালোভাবে ঘষে, মেজে, ধুয়ে তা ছায়ায় শুকাবেন। কোনক্রমে রোদে বা আগুনের তাপে ব্লক শুকাতে দেবেন না। এর ফলে অতিরিক্ত তাপে ব্লকের কাঠ ফেটে যেতে পারে।
ব্লক করার পর সব সরঞ্জাম ধুয়ে মুছে নির্দিষ্ট স্থানে গুছিয়ে রাখুন। এর ফলে কাজের সময় নির্দিষ্ট উপাদানটি খুঁজে পেতে আপনাকে অযথা হয়রানি করতে হবে না।
ব্লক করার সময় পাতলা স্পঞ্জ অথবা চটের ব্লকে রং ঢেলে তা ব্রাশের সাহায্যে ছড়িয়ে দিতে হয়। এই স্পঞ্জটি আপনি একটি কাঠের বা প্লাস্টিকের ট্রেতে সাইজ মত কেটে বিছিয়ে নিয়ে ব্লক শুরু করতে পারেন। কাজ শেষে স্পঞ্জ বা চটটি ধুয়ে শুকিয়ে নিলে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন। স্পঞ্জ যাতে কোন ক্রমেই ট্রের চেয়ে বড় না হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বড় হলে ভুলক্রমে স্পঞ্জটি পিছলে বাইরে চলে এলে কাজের সর্বনাশ ঘটে যাবে।
আরো ভালো হয়, যদি এক্ষেত্রে দোকানের রং এর ট্রে ব্যবহার করেন এসব ট্রের সাইজ চার আঙ্গুল উঁচু হয় এবং তল হয় রেক্সিনের। যে কোন ব্লক বাটিক এর দোকানে আপনি এই ট্রেটি কিনতে পাবেন।
ব্লক করার সময় অবশ্যই লক্ষ্য রাখবেন যাতে ব্লকের রং মূল কাঠের ব্লক এর তুলনায় একটু বেশি জায়গাজুড়ে বিছানো হয়। এক্ষেত্রে আপনি দুই আঙ্গুল চওড়া রং করার ব্রাশ ব্যবহার করলে রং আপনার হাতে লাগার ভয় থাকবে না। কাজ শেষ হলে অন্যান্য উপকরণের সাথে ব্রাশও ধুয়ে রাখুন।
সব সময় অল্প পরিমাণ এর রং তৈরি করবেন ঠিক যেটুকু আপনার কাজের জন্য লাগবে তৈরি করা রং আইসক্রিমের বাক্সে অথবা যেকোনো একটি এয়ারটাইট পাত্রে ঢেলে রাখুন। প্রতি বার ছাপ মারার পর নতুন করে ব্রাশ রঙে ডুবিয়ে স্পঞ্জ ভিজিয়ে দিবেন।
ব্লকের রং বাতাসের সংস্পর্শে শুকিয়ে যায়, তাই রংয়ের পাত্রটি অবশ্যই ঢেকে রাখবেন। প্রয়োজনে আধা চামচ পানি অথবা বাইন্ডার মিশিয়ে রংটি পাতলা করে নিতে পারেন। রং যাতে ভালোভাবে মিশে সে জন্য ভালো করে ঘুঁটে অথবা চামচ দিয়ে ফেটে নিবেন। ব্লকের রং ছাপ মারা শেষ হতে না হতেই খুব তাড়াতাড়ি শুকিয়ে যায়। কিছুক্ষণ অপেক্ষা করে হাত দিয়ে শুকানো হয়েছে কিনা তা টেস্ট করে নিন এবং পুনরায় নতুন অংশ বিছিয়ে নতুন জায়গায় ব্লক করুন।
ব্লক করার সময় সাবধানতা: ব্লক করার সময় ব্লকের রং সামান্য এদিক সেদিক হয়ে যেতে পারে। এমন হয়ে গেলে এই রং কিছুতেই ধোয়ার চেষ্টা করবেন না। কারণ প্রথমত রং একবার বসে গেলে তা আর উঠানো সম্ভব হয় না। দ্বিতীয়তঃ উঠানোর চেষ্টার সময় ভুলবশত: পানি এদিক সেদিক ছড়িয়ে অন্য ছাপাগুলোও ভিজে নষ্ট হয়ে যেতে পারে। ফলে অল্পের কারণে সমস্ত পরিশ্রম নষ্ট হয়ে যাবে। তাই প্রথম থেকেই কাপড়ের উলটো পিঠ সোজা পিঠ লক্ষ্য করে ব্লক করুন।
কাপড় ব্লক করার পর অন্তত তিন থেকে চার ঘণ্টা রোদে দিয়ে রাখবেন। অথবা এক টানা তিন ঘণ্টা বা তিন দিনে চার ঘন্টা হলেও চলবে। ব্লক শেষে কড়া রোদে শুকালে রং উঠে যাবার সম্ভাবনা কম থাকে। উপরের আলোচনা থেকে আমরা জানতে পারলাম যে, ব্লক করতে কি কি উপাদান লাগে। তাহলে চলুন এবার আমরা একটি লিস্ট তৈরি করি:
#১। টেবিল।
#২। ভারী কম্বল বা কাঁথা।
#৩। দুই ইঞ্চি মাপের ব্রাশ।
#৪। রং এর উপকরণ।
#৫। প্লাস্টিক বা কাঠের ট্রে।
#৬। কাপড়ে ছাপ দেয়ার জন্য কাঠের ব্লক।
#৭। পাতলা স্পঞ্জ বা চটের টুকরো।
#৮। মার্কিন কাপড়।