Skip to content

সাদা খিচুড়ি

খিচুড়ি খাওয়ার ধুম পড়ে বর্ষায়। বৃষ্টির হওয়া মানেই খিচুড়ির সঙ্গে ইলিশ ভাজা। তাই বলে কি বর্ষা ছাড়া খাওয়া হবে না খিচুড়ি? অবশ্যই খাবেন, এটি এমন একটি পদ যা সবারই মোটামুটি সবসময়ের পছন্দ। খিচুড়ি অনেক রকমে রান্না করা যায়। কখনও শুধু চাল-ডাল, কখনও এর সাথে নানারকম সবজি দিয়ে সবজি খিচুড়ি। বেশ ঠান্ডা ঠান্ডা এই মৌসুমে রাঁধতে পারেন মজাদার এই খিচুরিটি।

কিন্তু সাদা খিচুড়ির কথা কি কখনো শুনেছেন। শুনতে অবাক শোনা গেলেও সাদা খিচুড়িও রান্না করা সম্ভব। আজকে দেয়া হল সাদা খিচুড়ির রেসিপি।

11f6b-e0a6b8e0a6bee0a6a6e0a6be-e0a696e0a6bfe0a69ae0a781e0a79ce0a6bf-e1504896402548-7424718

যে সব উপকরণ লাগবে-

  • বাসমতি চাল ৩/৪ কাপ,
  • গোটা মুগ ৩/৪ কাপ,
  • ঘি ১ ১/২ চামচ,
  • জিরা ১ চা চামচ,
  • লবঙ্গ ৩টি,
  • দারচিনি ১ টুকরা,
  • গোলমরিচ ৪-৫টি,
  • এলাচ ৩টি,
  • কারিপাতা ৪-৫টি,
  • কাজুবাদাম ২ টেবিল চামচ,
  • লবণ স্বাদ মতো,
  • কাঁচামরিচ ৩-৪টি,
  • নারকেল কোরা ১ টেবিল চামচ।

চলুন এবার দেখে নেই প্রণালী-

  • চাল ও গোটামুগ ডাল ভাল করে ধুয়ে ঘণ্টা দুয়েকের জন্য রেখে দিন, যাতে পানি ভালভাবে ঝরে যায়।
  • এরপর প্রেশার কুকারে ঘি গরম করে জিরা-ফোড়ন দিলে ফুটতে আরম্ভ করবে। তখন এতে লবঙ্গ, এলাচ, গোলমরিচ, কারিপাতা দিয়ে দু’মিনিট নাড়ুন। এরপর কাজু বাদাম দিয়ে কয়েক সেকেন্ড ভেঁজে নিয়ে এতে নারকেল কোরা, ধুয়ে রাখা চাল ও মুগডাল দিয়ে দিন। তিন কাপ পরিমাণ পানিও দিন।
  • এরপর প্রেশার কুকারের ঢাকনা দিয়ে দিন। বেশি আঁচে রাখুন এক হুইসেল দেয়া পর্যন্ত। এরপর আঁচ কমিয়ে দিন। তারপর আরেকটা হুইসেল দিলে চুলা নিভিয়ে ঢাকনা খুলে খিচুড়ির উপর ধনেপাতা ছড়িয়ে দিন।
  • এবার সার্ভিং ডিশে সালাদ ও আঁচারের সাথে সাজিয়ে গরম গরম পরিবেশন করুন পছন্দের কাবাব, ডিম/মাছ ভাঁজি বা ডিম/মাংসের ভুনার সাথে। পরিবারের সবাই মিলে উপভোগ করুন সাদা খিচুড়ি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: