Skip to content

সুস্বাদু গাজরের হালুয়া

আমরা বাঙালিদের মিষ্টিমুখ করতে উৎসবের প্রয়োজন হয় না। মিষ্টি খাবার খেতে সকলেই পছন্দ করেন। আর তা যদি হয় হালুয়া তাহলে তো কথাই নেই। কিন্তু হালুয়া তৈরিতে অনেক সময় এবং পরিশ্রমের প্রয়োজন হয় বলে তা সহসা তৈরি করা হয় না।  আজ আপনাদের জন্য নিয়ে এলাম এমন একটি রেসিপি যার সাহায্যে  খুব সহজেই তৈরি করে নিতে পারবেন অত্যন্ত সুস্বাদু গাজরের হালুয়া।

5d5c2-e0a697e0a6bee0a69ce0a6b0e0a787e0a6b0-e0a6b9e0a6bee0a6b2e0a781e0a79fe0a6be-4181530

উপকরণ:

  • ৮-১ টি মাঝারি আকৃতির গাজর কুচি
  • ১ টেবিল চামচ ঘি
  • ১/২ কাপ চিনি
  • ২ কাপ দুধ
  • ৩/৬ কাপ খেজুর কুচি
  • ১/২ চা চামচ এলাচ গুঁড়ো
  • ৮-১০ টি কাজুবাদাম কুচি
  • ৮-১০ টি কাঠবাদাম কুচি
  • ১/২ কাপ খোয়া

প্রণালী:

১। প্রথমে একটি প্যানে ঘি দিয়ে এতে গাজর কুচি দিয়ে দিন।
২। ঢাকনা দিয়ে ঢেকে ৫ মিনিট গাজর রান্না করুন।
৩। এবার গাজর কুচির সাথে চিনি মিশিয়ে ঢাকনা দিয়ে ২ থেকে ৩ মিনিট রান্না করুন।
৪। তারপর এতে দুধ মিশিয়ে ৬ থেকে ৮ মিনিট রান্না করুন।
৫। এরপর এতে খেজুর কুচি, এলাচ গুঁড়ো, কাঠ বাদাম কুচি, কাজু বাদাম কুচি, মাওয়া দিয়ে ভাল করে মিশিয়ে নিন।
৬। এবার এটি ১০-১৫ মিনিট বা পানি না শুকানো পর্যন্ত রান্না করুন।
৭। বাদাম কুচি দিয়ে পরিবেশন করুন মজাদার গাজরের হালুয়া।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: