বাজারের ক্যামিকেল মিশ্রিত ক্রিম ব্যবহার করে ত্বকের কুঁচকানো ভাব দূর করার চেয়ে ঘরে তৈরি প্রাকৃতিক জিনিষ ব্যবহার করা ভালো নয় কি। অবশ্যই, তা হাজার গুনে ভালো। আপনার রান্নাঘরের তিনটি খুব সহজ ও প্রাকৃতিক উপাদান ব্যবহার করে ত্বকের কুঁচকানো ভাব দূর করতে পারেন অনায়াসে।

e0a695e0a6b2e0a6be-e0a6a6e0a687-e0a693-e0a6aee0a6a7e0a781-7887236

যেসব উপাদান লাগবেঃ

  • একটি কলার অর্ধেক
  • ৩ চা চামচ দই।
  • ১ চামচ মধু।

যেভাবে বানাবেনঃ

১০-১৫ মিনিট কলাটি ওভেনে দিয়ে গরম করুন। এবার কাটা চামচের সাহায্যে কলার পেস্ট তৈরি করুন ও দই এবং মধুর সাথে মেশান। মুখে লাগিয়ে ১৫-২০ মিনিট রেখে দিন। তারপর প্রথমে গরম পানি দিয়ে মুখ ধুয়ে নিন। তারপর ঠান্ডা পানি ব্যবহার করুন। চাইলে বরফ ঘষতে পারেন।

কলাতে আছে বেশ কিছু উপকারী এনজাইম যা ত্বকে পুষ্টি যোগাতে সাহায্য করে। দইয়ে এমন কিছু উপাদান আছে যা ত্বককে প্রসারিত করে এবং মধু ব্যবহারের ফলে ত্বক পরিমিত আর্দ্র হয়ে উঠে। এই মাস্ক সব ধরনের ত্বকের জন্য আদর্শ। চাইলে আপনি প্রতিদিনই ব্যবহার করতে পারেন। যতক্ষন না কাঙ্ক্ষিত ফলাফল পান।

একদিন দুইদিন ব্যবহারে কোন উপকার পাবেন না। কারন প্রাকৃতিক মাস্ক সাধারণত কসমেটিক পণ্যের চেয়ে ধীরে কাজ করে। বেশীরভাগ কসম্যাটিকসে প্রচুর পরিমাণে ক্যামিক্যাল ব্যবহার করা হয়, যেগুলোর অত্যাধিক ব্যবহারে ত্বকের ক্ষতি হয়ে থাকে। এই মাস্কটি যদি আপনি টানা তিন সপ্তাহ ব্যবহার করেন তাহলে, ফলাফল দেখে নিজেই আশ্চর্য হয়ে যাবেন।

অত্যাধিক রোদ এবং গরম থেকে ফেরার পর এই রেসিপিটি ব্যবহার করতে পারেন। কারণ এটা রোদের কারণে ত্বকের জ্বালাভাব দূর করে এবং ত্বককে ঠান্ডা করে। সেই সাথে ত্বক লাল হয়ে যাওয়া দূর করে।