অনেক মেয়েদেরই হঠাৎ করে মুখের লোমকূপ বড় হয়ে যায়। এগুলো দেখতে যেমন বাজে দেখায়, সাথে সাথে নানা ত্বকের সমস্যার সৃষ্টি করে। ত্বকের লোমকূপ বড় হওয়ায় ধুলোবালি খুব সহজেই ত্বকের গভীরে প্রবেশ করে এবং নানা ধরনের ইনফেকশন সৃষ্টি করে ও ত্বককে নিষ্প্রাণ করে তোলে। এছাড়াও লোমকূপ বড় হলে আপনার ত্বকে সহজে মেকআপ বসবে না।
তাই এখানে আমরা ত্বকের বড় লোমকূপের সমস্যা দূর করতে একটি অসাধারণ মাস্ক ব্যবহার করতে চাচ্ছি। এই সহজ নির্দেশনাগুলো ধাপে ধাপে অনুসরণ করুন এবং কোমল ও দাগহীন ত্বকের অধিকারী হয়ে উঠুন।
এই মাস্কটি তৈরি করতে আপনার যা যা লাগবে:
- অ্যালোভেরার পাতা.
- অর্ধেক লেবু।
- এক চামচ মধু
- অর্ধেক শসা।
কিভাবে বানাবেন:
১। প্রথমে এলোভেরার পাতাটি কাটুন এবং তার ভেতর থেকে জেল বের করে নিন। এবার এই জেলটুকু ব্লেন্ডারে ঢালুন।
২। অর্ধেক লেবু চিপে রস বের করে নিন এবং এই রস টুকু ব্লেন্ডারে যোগ করুন।
৩। এবার অর্ধেক শসার টুকরো টুকরো করে কেটে নিন এবং তার সাথে এক চামচ মধু যোগ করে তা ব্লেন্ডারে ঢেলে দিন।
৪। একেবারে মিহি পেস্ট এ পরিণত না হওয়া পর্যন্ত ব্লেন্ড করতে থাকুন।
৫। মুখ পরিষ্কার করে ধুয়ে এই প্যাকটি আপনার মুখে ব্রাশের সাহায্যে লাগান এবং শুকানো পর্যন্ত অপেক্ষা করুন।
৬। প্রথম স্তরটি শুকিয়ে গেলে দ্বিতীয় স্তর লাগান ও শুকানো পর্যন্ত অপেক্ষা করুন তারপর আবার তৃতীয় স্তর লাগান ও শুকিয়ে নিন।
৭। তিনটি স্তর দেওয়া হয়ে গেলে মাস্কটি একেবারে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন তারপর ভালো ভাবে মুখ ধুয়ে নিন।
৮। একটি কাপড়ে কিছু বরফ কুচি নিয়ে তা আলতো চাপে পুরো মুখে লাগিয়ে নিন।
সর্বোচ্চ ফলাফল পেতে সপ্তাহে তিনদিন এই মাস্কটি লাগাতে পারেন। মাত্র এক সপ্তাহের মধ্যেই আপনি কাঙ্খিত ফলাফল দেখতে পাবেন।