Skip to content

রাতের পার্টিতে কি ধরণের ব্যাগ ব্যবহার করবেন

ব্যাগ বা পার্স মেয়েদের জন্য একটি অত্যাবশ্যকীয় ফ্যাশন অনুষঙ্গ। হঠাৎ করে বন্ধু অথবা বোনের বিয়ে। দাওয়াত পেলেন। কিন্তু খাওয়া-দাওয়া হবে রাতে। কি করবেন তখন? দিনের উজ্জ্বল ঝকঝকে আলোতে যা পড়া হয় তা বেশ পরিস্কার দেখা যায়। কিন্তু রাতের পরিবেশ থাকে অন্ধকার আর গুমোট। তখন ঝকঝকে, তকতকে বস্তু না হলে সাধারনত তা নজর কাড়ে না।

রাতের পরিবেশে মানুষের মনযোগ আকর্ষণ করতে ব্যবহার করতে পারেন ঝলমলে পার্স। পার্সের সঙ্গে মিলিয়ে শিফন বা সিল্কের ড্রেস আপনাকে করে তুলবে অনন্যা।

ময়ূরপঙ্খী এই পার্সটি পাবেন এখানেঃ https://www.ebay.com/itm/223043406788

এছাড়াও বেছে নিতে পারেন মুক্তার নকশা করা এই ব্যাগটি। এতে আপনার প্রসাধন সামগ্রী ও মোবাইল ফোন খুব যত্ন করে রাখতে পারবেন।

এই ব্যাগটি খুব সাশ্রয়ী দামে কিনতে পাবেন এখানেঃ https://www.ebay.com/itm/223042965696

আর যদি আপনি উজ্জ্বল ও ঝলমলে পুঁতি আর পাতি দিয়ে সাজানো পার্স চান তাহলে বেছে নিন নিচের পার্সটি।

s-l1600-61-3731559

এই পার্সটি পাবেন এখানেঃ https://www.ebay.com/itm/223043456648

দামে সাশ্রয়ী আর দেখতে অনন্য। তবে যুক্তরাষ্ট্রের বাইরের দেশ থেকে কিনতে হলে আপনাকে আলাদা শিপিং চার্জ দিতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: