কম্পিউটারাইজড একটি সেলাই মেশিনের স্বপ্ন কে না দেখে? যেই মেশিনে ইচ্ছেমত ডিজাইন করা যাবে, আর নকশা কম্পিউটার থেকে তৈরি করে সে অনুযায়ী এমব্রয়ডারি করা যাবে! হ্যাঁ, এখন হয়তোবা সাধ্যের মধ্যে আপনার এই স্বপ্নকে পূর্ণ করে নিতে পারেন। খুব অল্প সময়ের জন্য সিঙ্গার কোয়ান্টাম স্টাইলিস্ট ৯৯৬০ কম্পিউটারাইজড মেশিন আপনি এখন পাচ্ছেন মাত্র $২৬০ ডলারে।
আপনার মেশিনটি দেখতে এমন হবে।
সাধারন টেবিলের উপর রেখেই কাজ করতে পারবেন।
৬০০ এরও অধিক বিল্ট ইন স্টিচ থেকে বোতাম চেপে আপনার স্টিচ বেছে নিতে পারবেন।
অটোমেটিক নিডল থ্রেডার আপনাকে সুঁই লাগানোর ঝামেলা থেকে মুক্ত রাখবে।
মেশিনের সাথে সাথে উপরে জিনিসগুলোও পাবেন।
সিঙ্গারের লোগো যুক্ত সাদা একটি কভারও পাবেন।
সুতা লাগানো ও ববিনে সুতা প্যাঁচানো বেশ সহজ।
অটোমেটিক মোডে সেলাই করতে চাইলে স্টার্ট বাটন চেপে সেলাই করতে পারবেন।
অটোমেটিক বাটন হোলার ফিট দিয়ে খুব সহজেই বোতাম ঘর তৈরি করতে পারবেন।
এই মেশিনটি দিয়ে অনায়াসে আপনার কাপড়ের উপর এই ধরনের নকশা ফুটিয়ে তোলা যাবে।
এবং এই ধরনের ফণ্ট ও নম্বর তৈরি করাও খুব সহজেই সম্ভব।
দেখলেন তো, এই এক মেশিনেই কত কিছু করা সম্ভব। আর এই সব কিছুই আপনি পাচ্ছেন $২৬০ ডলারে। বাস্তবে এই মেশিনের দাম ৬০০ ডলারের কিছু বেশি। কিন্তু মূল্য ছাড়ের এই সু্যোগটি আপনি মাত্র কয়েকদিনের জন্য পাচ্ছেন!