বাম থেকে ডান দিকে কিছুটা বাঁকা করে তোলা এই স্টিচকে পাকানো ফোড় বা রোপ স্টিচ বলা হয়। সুতাটি আগের ফোঁড় থেকে সব সময় বাম দিকে অবস্থান করে এবং যেখানে এসে শেষ হয় সেখান থেকেই আবার পুনরায় ফোড় তোলা হয়। সাধারনত এমব্রয়ডারি করার সময় ডালপালা ও পাতার চিত্র ফুটিয়ে তুলতে এই সেলাইটি ব্যবহার করা হয়। ইংরেজিতে এই সেলাইটি স্টেম স্টিচ নামেও পরিচিত।
এই ফোঁড় দিয়ে কোন আকৃতিও ভরাট করা যায়। তবে এক্ষেত্রে যতক্ষণ পর্যন্ত পুরোপুরি ভরাট না হয় ততক্ষণ পর্যন্ত সেলাই অব্যাহত রাখতে হবে।



উপরের ছবিতে সম্পূর্ণ ফুল এবং পাতা ডাল ফোঁড় দিয়ে তৈরি করা হয়েছে। এখানে ডাল ফোঁড়ের বেশকিছু ভিন্ন ভিন্ন রূপ ব্যবহার করা হয়েছে। একেবারে শুরুর পাতাগুলোতে শুধুমাত্র একক ফোড় ব্যবহার করা হয়েছে কিছুটা মোটা পাতায় আরো একটি ফোড় দেওয়া হয়েছে।
ভরাট অংশগুলোতে ডাল ফোঁড় দিয়ে ভরাট করার পর চারপাশে ডাল ফোঁড় দিয়ে আটকে দেয়া হয়েছে। এভাবেই চাইলে আপনি শুধুমাত্র একটি সহজ ফোড় ব্যবহার করে আপনার সম্পূর্ণ এমব্রয়ডারি সম্পন্ন করতে পারেন।