স্বাভাবিকভাবে এই স্টিচকে পাকানো বা প্যাকেনিজ স্টিচ বলা হলেও এর আরো কিছু নাম আছে। যেমন চাইনিজ স্টিচ এবং ফরবিডেন স্টিচ। এমন নামকরণের কারণ না জানা গেলেও এই স্টিচটি আসলে ব্যাক স্টিচের আপডেট ভার্সন।
এটা দিয়ে আপনি যে কোন একক লাইনের এমব্রয়ডারি অথবা কোন স্থান ভরাট করতে একই সাথে অনেকগুলো লাইন ব্যবহার করতে পারেন।
এই সেলাই টি করা খুব বেশি কঠিন নয়। এজন্য প্রথমে আপনাকে ব্যাংক স্টিচ বা ডাল ফোঁড় ব্যবহার করতে হবে। তারপর ডাল ফোঁড় এর ভেতর দিয়ে সুতা পেঁচিয়ে পেঁচিয়ে অন্যদিকে উঠিয়ে নিতে হবে। বিষয়টি আরো ভালোভাবে বুঝতে নিচের চিত্রটি দেখতে পারেন।


এখানে মূলত এই একটি সেলাই ব্যবহার করেই সম্পূর্ণ কাজটি ফুটিয়ে তোলা হয়েছে। সঠিকভাবে এই স্টিচ ব্যবহার করে নান্দনিক ক্রাফট সামগ্রী তৈরি করা সম্ভব।