সোজা ও সমান্তরাল সেলাই এর মধ্যে অন্যতম একটি স্টেজ হচ্ছে ব্যাকস্টিচ। ব্যাক স্টিচ তৈরি করা অনেক সহজ। এজন্য প্রথমে সুতার শেষ প্রান্তে গিট দিতে হবে। তারপর উপর থেকে নিচে সুতাটি টেনে তুলতে হবে।
এরপর আরেকটি ফোড় দিয়ে তুলে নিয়ে পূর্বের ফোড়ের একই ছিদ্র দিয়ে সুতা টেনে নিচের দিকে নামিয়ে দিতে হবে। তারপর একই লাইনের আরেকটু সামনে থেকে সুই তুলতে হবে এবং আগের সেলাই এর ঠিক অগ্রভাগের ছিদ্র দিয়ে সুতাটি টেনে নিচে নামিয়ে দিতে হবে।
আরো ভালোভাবে বুঝতে নিচের ছবিটি দেখুন:

স্টিচ সম্পূর্ণ করার পর নিচের মত দেখাবে:

ব্যাকস্টিচ আরো কিছু অ্যাডভান্স স্টিচের প্রাথমিক স্টিচ হিসেবে ব্যবহার করা হয়। এর মধ্যে প্যাকেনিজ স্টিচ অন্যতম।