Skip to content

কিভাবে তৈরি করবেন ফার্ন স্টিচ

উপরের ছবিতে যেই সেলাই টি দেখছেন এর নাম হচ্ছে ফার্ন স্টিচ। ফার্ন স্টিচ দিয়ে খুব সুন্দর এবং সৃজনশীলভাবে আঁকাবাঁকা ডালপালা তৈরি করা যায়। সেলাইটি অনেকটা ফার্ন গাছের পাতার মত বলে এর এরূপ নামকরণ করা হয়েছে।

7cf8f-img_20190226_183120-1-1377926

এই স্টিচ তৈরি করতে এক ঘর অগ্রসর হয়ে প্রথমে নিচের দিক থেকে সুতা উপরের দিকে তুলতে হবে। তারপর শেষ বিন্দুতে সুতা নামিয়ে কিছুটা বাঁকা করে এক দিক থেকে সুতার ফোড় তুলে নিন।

724e3-img_20190226_183255-1-1031907

এবার প্রথম বিন্দুতে নামিয়ে পুনরায় অন্যপাশ থেকে সুতা তুলে নিন। অন্য পাশ থেকে সুতা তোলার পর পুনরায় আগের বিন্দুতে ফিরে আসুন। এর ফলে অনেকটা ‘ভি’ এর আকার তৈরি হবে।

9bf38-img_20190226_183331-5434878

এবার পুনরায় আরেকটি ফোঁড় তুলে নতুন ফার্ন স্টিচ তৈরি করুন। ফার্ন স্টিচ দিয়ে তৈরি বেশিরভাগ ডিজাইন দেখতে খুব সুন্দর হয়।

65aea-img_20190226_192718-9715366

সম্পূর্ণ কাজ করার পর নকশাটি দেখতে এমন হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: