উপরের ছবিতে যেই সেলাই টি দেখছেন এর নাম হচ্ছে ফার্ন স্টিচ। ফার্ন স্টিচ দিয়ে খুব সুন্দর এবং সৃজনশীলভাবে আঁকাবাঁকা ডালপালা তৈরি করা যায়। সেলাইটি অনেকটা ফার্ন গাছের পাতার মত বলে এর এরূপ নামকরণ করা হয়েছে।

এই স্টিচ তৈরি করতে এক ঘর অগ্রসর হয়ে প্রথমে নিচের দিক থেকে সুতা উপরের দিকে তুলতে হবে। তারপর শেষ বিন্দুতে সুতা নামিয়ে কিছুটা বাঁকা করে এক দিক থেকে সুতার ফোড় তুলে নিন।

এবার প্রথম বিন্দুতে নামিয়ে পুনরায় অন্যপাশ থেকে সুতা তুলে নিন। অন্য পাশ থেকে সুতা তোলার পর পুনরায় আগের বিন্দুতে ফিরে আসুন। এর ফলে অনেকটা ‘ভি’ এর আকার তৈরি হবে।

এবার পুনরায় আরেকটি ফোঁড় তুলে নতুন ফার্ন স্টিচ তৈরি করুন। ফার্ন স্টিচ দিয়ে তৈরি বেশিরভাগ ডিজাইন দেখতে খুব সুন্দর হয়।

সম্পূর্ণ কাজ করার পর নকশাটি দেখতে এমন হয়েছে।