সাধারনত ডালপালা ও সরু লাইন ভরাট করতে এই স্টিচ ব্যবহার করা হয়। ফ্লাট স্টিচ কয়েক ধরনের হয়ে থাকে। এর মধ্যে অন্যতম একটি হলো পাশাপাশি দুটি লাইনের মধ্যভাগ ভরাট করতে ব্যবহৃত স্টিচ।
প্রথম প্রকারের ফ্লাট স্টিচ দিয়ে ডাল পালা ও প্রশস্ত পাতা ভরাট করতে হয়। এজন্য পাতার মাঝ বরাবর কিছুটা চিকন আরেকটি পাতা আঁকতে হয়। তারপর এক পাশ থেকে সুতা টেনে অন্যপাশের দ্বিতীয় দাগ বরাবর সুতা নিচের দিকে নামিয়ে দিতে হয়। একই প্রক্রিয়া বিপরীত দিকেও অনুসরণ করতে হবে।

এছাড়াও ফ্ল্যাট স্টিচের আরো বেশ কিছু ধরন রয়েছে। নিচে আমরা এক এক করে সবগুলো ধরন নিয়েই আলোচনা করবো।
ফিশবোন স্টিচঃ
এটা দেখতে অনেকটা মাছের কাঁটার মত বলেই এর এমন নাম। ফিশ বোন স্টিচ দুইভাবে তোলা যায়। একটা হচ্ছে উপর থেকে ও অন্যটা মধ্যখান থেকে তুলে নিয়ে করা হয়।
সাধারণত, সমান্তরালভাবে তুলে নেয়া স্টিচকে স্যাটিন স্টিচ বলা হয়। এই স্টিচ দেখতে খুব মসৃণ হয়ে থাকে। স্যাটিন স্টিচে বাঁকা ডিজাইন তুলতে সুতার ফোঁড় ছোট বড় করা হয়।
