রান সেলাই বা স্ট্রেইট স্টিচ খুব সাধারণ একটি সেলাই। এটা দিয়ে সাধারণত কোনও কিছু জোড়া লাগানো হয়। কারও সেলাই মেশিন না থাকলে খুব সহজেই রান স্টিচ দিয়ে জামাকাপড় সেলাই করা সম্ভব। রান স্টিচ দিয়ে কাপড়ে অনেক ধরণের নকশা তৈরি করাও সম্ভব।
চলুন দেখে নেই রান স্টিচ কিভাবে তৈরি করতে হয়।

একটি নির্দিষ্ট দাগের এক প্রান্ত থেকে আরেক প্রান্ত পর্যন্ত সুইয়ে সুতা পড়িয়ে নির্দিষ্ট দুরুত্বে সুই একবার উঠিয়ে ও নামিয়ে নিলেই তৈরি হয়ে যায় রান স্টিচ। নির্দিষ্ট লাইন বরাবর বারবার এই সেলাই করে তৈরি করে নেয়া যায় নান্দনিক কোনও ডিজাইন। রান স্টিচের সুতা তুলে নেয়ার পর আগের সেলাইয়ের উপর দিয়ে পেঁচিয়ে তৈরি করা হয়। হুইপড রান স্টিচ। বা প্যাঁচানো রান সেলাই। এই ফোঁড় দিয়ে খুব সুন্দর বর্ডার তৈরি করা যায়।



নিচের কাজটিতে পাতার ভিতরের অংশ রান স্টিচ এবং এর চারপাশ হুইপড রান স্টিচ দিয়ে তৈরি করা হয়েছে। এভাবে যেকোনো ধরণের আকৃতি সেলাই করা সম্ভব। চাইলে আপনি প্যাঁচানো অংশ ও ভিতরের রান ফোঁড়ের জায়গায় ভিন্ন রঙ ব্যবহার করতে পারেন।
