Skip to content

তায়াম্মুম কি, কখন এবং কিভাবে করতে হয়

তায়াম্মুমের আভিধানিক অর্থ হচ্ছে, কোনও কিছুর প্রতি ধাবিত হওয়া ও তা করার ইচ্ছা পোষণ করা। শরিয়াতের পরিভাষায় তায়াম্মুম হচ্ছে পবিত্রতা অর্জনের নিয়্যতে উভয় হাত ও মুখমণ্ডল পবিত্র মাটি দ্বারা মাসেহ করা।

সাধারণত তিন অবস্থাতে তায়াম্মুম করা যায়।

১। পানির অনুপস্থিতিতে।

২। পানি থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে অপারগ হলে।

৩। পানি ব্যবহার করার ফলে শারীরিক ক্ষতি হওয়ার আশংকা থাকলে।

তায়াম্মুমের ফরয তিনটিঃ

১। নিয়্যত করাঃ যে আমল করার জন্য তায়াম্মুম করা হচ্ছে, মনে মনে তার নিয়্যত করা।

২। তারপর মাটি জাতীয় কোনও জিনিসে দুই হাত হাল্কা ভাবে চাপড় দিয়ে ফু দিয়ে ধুলা বালি সরিয়ে সমস্ত মুখ মন্ডল মাসেহ করা।

৩। একইভাবে দ্বিতীয়বার মাটিতে হাত রেখে ফু দিয়ে পরিস্কার করে উভয় হাত কনুইসহ মাসেহ করা।

তায়াম্মু্মের সুন্নাহ সমুহঃ

১। তায়াম্মুমের শুরুতে বিসমিল্লাহ বলা।

২। মাটিতে হাত রাখার সময় আঙ্গুলসমূহ ফাঁকা করে রাখা।

৩। উভয় হাত মাটিতে রাখার পর হালকাভাবে একটু ঘষে নেয়া।

৪। এরপর উভয় হাত ঝেড়ে নেয়া।

৫। তায়াম্মুমের অঙ্গসমূহ মাসেহ করার সময় ধারাবাহিকতা রক্ষা করা। অর্থাৎ, প্রথমে মুখ, তারপর ডান হাত ও তারপর বাম হাত মাসেহ করা।

৬। চেহারা ও হস্তদ্বয় মাসেহ করার মাঝে অহেতুক বিলম্ব না করা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: