হিদায়াহ শব্দের অর্থ নির্দেশনা ও সঠিক পথনির্দেশ করা। ইসলামী পরিভাষায় হিদায়াত হচ্ছে আল্লাহর নির্দেশিত পথে চলা ও তাঁর নিষেধাজ্ঞা থেকে বিরত থাকা। কুরআনে বহু জায়গায় হিদায়াত সম্পর্কে আলোচনা করা হয়েছে। সূরা ফাতিহাতে আল্লাহর নিকট হিদায়াত চেয়ে বলা হয়েছে;
اهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ
Surah Fatiha: 5
ইহদিনাস সিরাতাল মুস্তাকীম ( সুরাহ ফাতিহাঃ ৫)
অর্থঃ “আমাদেরকে সরল পথের দিকে হিদায়াত বা পথ নির্দেশনা দান করুন”।
সূরাহ বাকারার শুরুতে হিদায়াত সম্পর্কে বলা হয়েছে,
ذَٰلِكَ الْكِتَابُ لَا رَيْبَ ۛ فِيهِ ۛ هُدًى لِّلْمُتَّقِينَ
Surah Baqara: 2
যা লিকাল কিতাবু লা রাইবা ফীহী হুদাল্লিল মুত্তাকীন। (সুরাহ বাকারাঃ ২)
“এটা এমন এক কিতাব যাতে বিন্দুমাত্র সন্দেহ নেই, এবং আল্লাহভীরুদের জন্য পথ প্রদর্শক”
আজ আমরা কুরআন ও হাদীসে বর্ণিত হিদায়াত সম্পর্কিত বেশ কিছু দু’আ সম্পর্কে জানবো। এই দু’আগুলোর বেশীরভাগই কোনও না কোনও ভাবে কুরআনে বর্ণিত হয়েছে। চলুন দেখে নেই, হিদায়াত সম্পর্কিত দু’আগুলোঃ
হিদায়াত সম্পর্কিত প্রথম দু’আ
হিদায়াত সম্পর্কিত প্রথম দু’আটি হচ্ছে নিন্মরূপ:
اللهم اهدنا الصراط المستقيم صراط الذين انعمت عليهم من النبيين والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا
سلاح المؤمنين
আল্লাহুম্মাহদিনাস সিরাতাল মুস্তাকীম। সিরাতাল্লাযীনা আন আমতা আলাইহিম মিনান্নাবিয়্যিনা ওয়াসসিদ্দিকীনা ওয়াশশুহাদা’ই ওয়াসসালিহীনা ওয়া হাসুনা উলা ইকা রাফীকাহ।
অর্থ: হে আল্লাহ! আপনি আমাদেরকে সীরাতুল মুস্তাকীম অর্থাৎ সহজ সরল পথ প্রদর্শন করুন। ঐ সমস্ত লোকের পথ যাদেরকে আপনি পুরস্কার দান করেছেন। অর্থাৎ, নবীগন, সিদ্দিকগন, শহীদগন ও সালেহীনগন। তাঁরা কতই না উত্তম সাথী ও উত্তম বন্ধু।
হিদায়াত সম্পর্কিত দ্বিতীয় দুআ:
اللهم إني أسألك الهدى، والتقى، والعفاف، والغنى
((رواه مسلم)
আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াততুকা ওয়াল আফাফা ওয়াল গিনা।
অর্থ: হে আল্লাহ! আমরা নিশ্চয়ই আপনার কাছে হিদায়াত চাই, আপনার ভয় ও ক্ষমা চাই এবং প্রাচুর্য চাই।
হিদায়াত সম্পর্কিত তৃতীয় দুআ:
হিদায়াত সম্পর্কিত ৩ নম্বর দু’আতে হিদায়াত চাওয়া ও হিদায়াতের ওসীলা হওয়ার জন্য দু’আ করা হয়েছে। আর তা হচ্ছে:
اللهم اهدنا واهدي بنا واهدي الناس جميعا واجعلنا سببا لمن اهتدى
سلاح المؤمنين
আল্লাহুম্মাহদীনা ওয়াহদিবীনা ওয়াহদিন্নাসা জামীয়া। ওয়াযা আলনা সাবাবাল্লিমানিহতা’দা।
অর্থ: হে আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দান করুন। এবং আমাদের ওসীলায় অন্যদেরকেও হিদায়াত দান করুন। এবং গোটা মানবজাতিকে হিদায়াত দান করুন।
হিদায়াত সম্পর্কিত চতুর্থ দুআ:
হিদায়াত সম্পর্কিত চতুর্থ দু’আটি হচ্ছে হিদায়াত পাওয়ার পর পথভ্রষ্ট না হওয়ার দু’আ।
اللَّهُمَّ اجْعَلْنَا هُدَاةً مُهْتَدِينَ، غَيْرَ ضَالِّينَ وَلاَ مُضِلِّينَ
سلاح المؤمنين
আল্লাহুম্মাযআলনা হুদাতাম্মাহদি’ঈনা গায়রা দ্দাল্লিনা ওয়া লা মুদ্দীল্লীন।
অর্থঃ “হে আল্লাহ! আমাদেরকে হিদায়াতপ্রাপ্তদের দলভুক্ত করুন এবং যে সমস্ত লোকের উসীলায় অন্য লোকও হিদায়াতপ্রাপ্ত হয়, আমাদেরকে সে সমস্ত লোকদের দলভুক্ত করুন। এবং যারা স্বয়ং নিজেরা পথভ্রষ্ট এবং তাদের কারণে অন্যলোকও পথভ্রষ্ট হয় (হে দয়াময় মেহেরবানী করে) আমাদেরকে তাদের দলভুক্ত কখনোও করবেন না।
হিদায়াত সম্পর্কিত পঞ্চম দুআ:
হিদায়াত সম্পর্কিত পঞ্চম দুআটি হচ্ছে হিদায়াতের পর পুনরায় অন্তর বাঁকা না হওয়ার দু’আঃ
رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً ۚ إِنَّكَ أَنتَ الْوَهَّابُ
تفسير الطبري
রাব্বানা লা তুঝিগকুলুবানা বা’দা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিল্লাদুনকা রাহমাহ; ইন্নাকা আনতাল ওয়াহহাব।
অর্থঃ হে দয়াময়! আমাদেরকে একবার হিদায়াত দান করার পর, সরল সঠিক পথ দান করার পর, পুনরায় আমাদের অন্তরকে বাঁকা করে দিবেন না। আমাদের থেকে হিদায়াত ও সহজ সরল সঠিক পথ কেড়ে নিবেন না এবং আপনার নিকট থেকে আমাদেরকে রহমত দান করুন, নিশ্চয়ই আপনিই একমাত্র সবকিছু দান করে থাকেন।
Pingback: ইসলামিক পেইজ