Skip to content

মূর্খের ন্যায় দু’আ ও অগৃহীত দু’আ থেকে আশ্রয় প্রার্থনা

আমরা প্রতিদিন কত শত প্রার্থনাই তো করে থাকি। এর মধ্যে কিছু দু’আ আমরা জ্ঞাতসারে করি। আর কিছু দু’আ আমাদের নিজেদের অজান্তেই হয়ে যায়। আর আমরা যেসব দু’আ করে থাকি এর মধ্যে কিছু দু’আ আল্লাহ তায়ালা কবুল করে নেন, আর কিছু কবুল হয় না। দু’আ কবুল হোক বা হোক, সব সময় দু’আ করলে আল্লাহ তায়ালার কাছ থেকে ৩ টি পুরস্কারের যে কোনও একটি অবশ্যই পাওয়া যায়। সেগুলো হচ্ছেঃ

১। যেই দু’আ করা হয়েছে, তা হুবহু দিয়ে দেয়া হয়।

২। এই দু’আর পরিবর্তে আরো উত্তম কিছু দেয়া হয়।

৩। এই দু’আর পরিবর্তে আখিরাতে পুরস্কার দেয়া হয়, অথবা দুনিয়াতে কোনও মুসিবত দূর করে দেয়া হয়।

তাই বেশী বেশী দু’আ করা ও দু’আর ব্যপারের কার্পণ্য না করা আমাদের অবশ্য কর্তব্য। এছাড়াও, দু’আর কিছু আদব আছে, যেগুলো মেনে দু’আ করলে আশা করা যায়, সেটা আল্লাহর কাছে গৃহীত হবে। আদবগুলো হচ্ছেঃ

১। দু’য়ার শুরুতে আল্লাহ তায়ালার প্রসংশা করা।

২। রাসুলে কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর দরুদ ও সালাম পাঠ করা।

৩। নিজের অক্ষমতা ও সীমাবদ্ধতা বর্ণনা করে আল্লাহর কাছে কায়মনো বাক্যে দু’আ করা।

৪। দু’আর শেষে ইস্তেগফার ও পুনরায় দরূদ পাঠ করে দু’আ শেষ করা।

বান্দার কিসে ভালো ও কিসে মন্দ হবে তা আল্লাহ ছাড়া কেউ ভালো জানেন না। তাই দু’আর সময় এই বিষয়টি মনে রাখতে হবে। এজন্য মাঝে মধ্যে মুর্খের মতো দু’আ করা থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতে হবে। এজন্য একটি প্রসিদ্ধ আরবী দু’আ আছে, যা নিন্মরূপঃ

أعوذ بالله أن أكون من الجاهلين

لا اله الا انت سبحانك اني كنت من الظالمين

رَبَّنَا ظَلَمْنَا أَنفُسَنَا وَإِن لَّمْ تَغْفِرْ لَنَا وَتَرْحَمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ

رَبَّنَا تَقَبَّلْ مِنَّا إِنَّكَ أَنتَ السَّمِيعُ الْعَلِيمُ

وَتُبْ عَلَيْنَا ۖ إِنَّكَ أَنتَ التَّوَّابُ الرَّحِيمُ

القران

উচ্চারণঃ আউজুবিল্লাহি আন আকুনা মিনাল জাহিলীন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনায জোয়ালিমীন। রাব্বানা জোয়ালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফিরলানা ওয়া তারহামনা লানা কুনান্না মিনাল খসীরীন। রাব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আঙতাস সামীউল আলীম। ওয়াতুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রাহীম।

অর্থাৎঃ আমি আল্লাহর নিকট মূর্খের ন্যায় দু’আ করা থেকে আশ্রয় প্রার্থনা করছি। নিশ্চয়ই, আপনি ছাড়া কোনও মাবুদ নাই। আপনি সমস্ত দোষ থেকে পুত ও পবিত্র। নিশ্চয়ই আমি নিজের উপর জুলুম করেছি। হে আমাদের রব, আমরা আমাদের নিজেদের উপর অত্যাচার করেছি। যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন ও আমাদের প্রতি দয়া না করেন, তাহলে অবশ্যই আমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবো। হে আমাদের প্রতিপালক, আমাদের যাবতীয় সৎকর্মসমূহ কবুল করুন। আপনিই একমাত্র তাওবা কবুলকারী ও পরম দয়ালু।

এছাড়াও অগৃহীত দু’আ থেকে আশ্রয় চাওয়ার জন্য নিমোক্ত দু’আ করতে পারেনঃ

উচ্চারণঃ আল্লাহুম্মা ইন্নী নাউজুবিকা মিন ইলমীল্লা ইয়ানফা’উ ওয়ামিন ক্কালবীল লা ইয়াখশাউ ওয়া মিন নাফসীল লা তাশবাউ ওয়া মিন দা’ওয়াতিল্লা ইউসতাজাবালাহ।

prayer-for-safe-from-unacceptable-prayer-6007268
অগৃহীত দু’আ থেকে আশ্রয় চাওয়ার জন্য দু’আ

অর্থাৎ, হে আল্লাহ আমরা আপনার নিকট অনুপকারী জ্ঞান, নির্ভয় অন্তর, অতৃপ্ত আত্মা এবং অগৃহীত দু’আ থেকে আশ্রয় চাই।

জীবনের প্রতিটি কাজে ও কথায় বেশী বেশী দু’আর ইহতিমাম করা উচিৎ। যত দু’আ করা হয়, তা যদি কবুলও না হয়, তবুও এর জন্য আখিরাতে পুরস্কার আছে। আল্লাহ আমাদের জন্য কল্যাণকর সব কিছু দান করুন এবং অকল্যাণ থেকে হেফাযত করুন।    

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: