শীতকালে ত্বকের চামড়া শুকিয়ে টান টান হয়ে ফেটে যায়। শীতে ত্বক ফেটে যাওয়া রোধ করতে ড্যান্ডালিওন ফুলের তৈরি এক ধরনের বাম ও ক্রিম বেশ কার্যকর। এর এন্টি ইনফ্ল্যামেটরি প্রোপার্টি ত্বকের ক্ষত এবং পেশী ও জয়েন্টের ব্যথাও দূর করতে পারে।
সাধারণত লিপবাম বা ত্বকের যেকোনো ক্রিম তৈরি করতে প্রধানত তিনটি উপাদান ব্যবহার করা হয়। তা হচ্ছে, মধু মোম, তেল ও পেট্রোলিয়াম জেলী। এছাড়াও অনেকে বিভিন্ন ধরনের এসেনশিয়াল তেল ব্যবহার করে থাকেন।
বছরের এই সময়টা শীতকাল বলে পরিচিত। এ সময়ে অনেক ফুল ফোটে। তাই ত্বকের শুষ্কতা দূর করতে এ সময়েই ঘরে তৈরি করে নিতে পারেন বিভিন্ন ধরনের লিপবাম ও লোশন। আজকে আমরা যেই রেসিপিটি শেয়ার করছি, তা মূলত ড্যান্ডালিওন নামে এক ধরনের ফুল থেকে তৈরি। বহির্বিশ্বে এই ফুল রাস্তা-ঘাটে অহরহ ফুটে থাকে। আমাদের দেশেও থাকতে পারে। তবে, এর সঠিক নামটা কি তা আমার জানা নেই। ত যাই হোক, ড্যান্ডালিওন ফুল দেখতে নিচের মতোঃ
ড্যান্ডালিওন ফুলের ক্রিম
ড্যান্ডালিওন ফুলের ক্রিম তৈরি করতে হলে আপনাকে নিচের রেসিপিটি অনুসরন করতে হবে। এটা এক জার বা ৩০০ মিলি ড্যান্ডালিওন ক্রিম তৈরি করবে। এটা তৈরি করতে আপনার দরকার হবে ড্যান্ডালিওনে ভেজানো তেল, মধুমোম ও এসেনশিয়াল তেল।
উপাদান:
- আধা কাপ ড্যান্ডালিওন ভেজানো তেল
- দুই টেবিল চামচ মধুমোম
- কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল (আমি এখানে লেমনগ্রাস তেল ব্যবহার করেছি, কিন্তু আপনি চাইলে ল্যাভেন্ডার বা অন্য কোনও তেল ব্যবহার করতে পারেন)।
নির্দেশনাঃ
১। ড্যান্ডালিওনে ভেজানো তেল প্রথমে ডাবল বয়েলার সিস্টেমে মধুমোমের সাথে গলিয়ে নিন।
২। ঘন ঘন নাড়তে থাকুন, যাতে মধুমোম সম্পূর্ণ গলে যায়।
৩। তাপ থেকে সরানোর আগে কয়েক ফোঁটা এসেন্সিয়াল তেল মেশান।
৪। মিশ্রিনটি একটি কাঁচের জারে ভরে কয়েক ঘন্টার জন্য রেখে দিন।
ড্যান্ডালিওন ক্রিম বা ড্যান্ডালিওন সালভে যাদের ত্বক ফেটে গেছে বা চামড়া খুব শুষ্ক তাঁদের জন্য বেশ উপকারী। এটা খুব দ্রুত ত্বকের সমস্যা দূর করে এবং খুব সুন্দরভাবে ত্বক আর্দ্র করে তোলে।
ড্যান্ডালিওন লিপবাম
ড্যান্ডালিওনের তৈরি এসেন্সিয়াল তেল দিয়ে লিপবামও তৈরি করা যায়। ক্রিমের মতো এটা ঠোঁটে ব্যবহার করলেও একই ধরনের কাজ করে।
এমন চার থেকে পাঁচটি লিপ বাম তৈরি করতে আপনার লাগবেঃ
উপকরণসমূহ:
- ২ টেবিল চামচ ড্যান্ডালিওন তেল
- ১ টেবিল চামচ নারকেল তেল
- ১ টেবিলচামচ মধুমোম
- ৪-৬ টি লিপ বাম কনটেইনার – আপনি এক্ষেত্রে পুরাতন লিপবাম টিউব বা ছোট জার ব্যবহার করতে পারেন।
নির্দেশনা :
১। ডাবল বয়েলার সিস্টেমে মধুমোমের সাথে ড্যান্ডালিওন তেল গরম করুন।
২। নারকেল তেল মেশান।
৩। যতক্ষন না নারকেল তেল ও মধুমোম সম্পূর্ণ গলে যায়, ততক্ষন নাড়তে থাকুন।
৪। তাপ থেকে নামানোর আগে কয়েক ফোঁটা এসেনশিয়াল তেল মেশান।
৫। লিপবাম টিউব অথবা ছোট জারটি গরম অবস্থায় ঢেলে দিন।
এই দুটি অসাধারণ ক্রিম ও লিপবাম আপনি আপনার প্রিয়জনকে শীতকালে উপহার দিতে পারেন। উল্লেখ্য ড্যান্ডালিওন ফুলের মতই অন্য যেকোনো ফুলের লিপবাম আপনি এই প্রক্রিয়া অনুসরণ করে বানিয়ে নিতে পারেন।