এই শীতে ঠক ঠক করে কাঁপছেন? ভাবছেন নিজেকে কিভাবে আরোও কিছুটা গরম আর উষ্ণ রাখবেন? তাহলে চলুন জেনে নিই উল বোনা ও উলের সোয়েটার মোজা, মাফলার এবং শাল কিভাবে তৈরি করতে করতে হয়। এছাড়াও আমরা জানবো উলের পোশাক বুনতে কি কি উপকরণ লাগে এবং সেগুলো কিভাবে ব্যবহার করতে হয়।
উল বোনার বিভিন্ন উপকরণ:
অন্যান্য হাতের কাজ বা ক্র্যাফটের মতোই উল বোনার জন্য বিভিন্ন উপকরণ লাগে। উল বুনতে যেসব উপকরণ লাগে তা নিচে দেয়া হলো:
- উলের কাটা।
- উল।
- রঙিন সেফটিপিন।(ঘর চিহ্নিত করতে)
- কাঁচি।
যেভাবে উল বুনতে হয়:
উল বোনার জন্য প্রথমে কাস্ট অন স্টিচ বা ঘর তুলতে হয়। নির্দিষ্ট প্যাটার্ণের পোশাক তৈরি করতে কয় ঘর তোলা হচ্ছে, এবং কয় ঘর বন্ধ করা হচ্ছে সেদিকে খেয়াল রাখতে হয়। ঘর তোলার পর নীট স্টিচ ও পার্ল স্টিচ ব্যবহার করে ডিজাইন করতে হয় বা সরলভাবে এক ধরনের স্টিচ ব্যবহার করে বুনতে হয়। তারপর বাইন্ডিং স্টিচ দিয়ে ঘর বন্ধ করে দিতে হয়।
উল বোনার দক্ষতা কি কি কাজে লাগে:
উল বোনার দক্ষতা জানা থাকলে আপনি বিভিন্ন ধরনের পন্য তৈরি করতে পারবেন। যেমন, হাতের গ্লাভস, চাদর, বাচ্চাদের কম্বল, পায়ের মোজা, কফি কেজি, মাফলার, কানটুপি, স্কার্ফ ইত্যাদি।
উল বুনতে কি কি স্টিচ শিখতে হয়
উল বুনতে প্রাথমিকভাবে নিচের স্টিচগুলো শিখতে হয়।
- কাস্ট অন
- পার্ল স্টিচ
- নীট স্টিচ
- বাইন্ডিং অফ
উল বুনতে কয়েক ধরনের কাটা বা নিটিং নিডল লাগে। যেমন:
- সোজা কাঁটা
- রাউন্ড কাঁটা
এই হচ্ছে সংক্ষেপে উল বুনতে যেসব উপকরণ লাগে ও যেভাবে বুনতে হয়, তার বিবরণ। উল বোনার বিভিন্ন স্টিচ, টেকনিক ও অন্যান্য বিষয় নিয়ে আমরা পরবর্তীতে আরো আলোচনা করবো। সেগুলো জানতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।