Skip to content

আমি সেদিন ছোট ছিলাম তাই…

আমি সেদিন ছোট ছিলাম তাই...
খেলার ছলে গড়েছিলাম
বাঁশের পাতার ঘর।

সেই ঘরেতে কেউ ছিলো না
তবুও আমার যত্ন ছিলো,
থালা-বাটি, রত্ন ছিলো,
আশেপাশে পড়শী ছিলো,
ছিলো বসার ঘর।

এমন ঘরের মোহ ভেঙ্গেছে
একটু যখন বড় হলাম,
কেটে গেলো ঘোর।

আমি তখন ছোট ছিলাম, তাই
এমন ঘরের মোহে আমি
ভুলেই গেলাম কোনটা আমার
সত্যিকারের মন ভুলানো ঘর।

ভুলতে বসে সত্য জেনে
হঠাৎ করে ঘোর ভেঙেছে,
এখন আমি সত্যি জানি
কোনটা আমার সত্যিকারের ঘর।

ঘুমের মাঝে স্বপ্ন দেখে
স্বপ্ন যারা সত্যি ভাবে,
চোখ বুজলেই আসল সত্য
অতি শীঘ্রই দেখতে পাবে...

কোনটা তবে আপন ছিলো
কোনটা ছিলো সত্যিকারের পর!!

আমার এখন বয়স অনেক
ভাবছি কবে মাটি হবো,
মাটির ঘরে শীতল পাটি,
চিরকালের ঘুম ঘুমাবো, এমন
ঘুমের হবে না তো ভোর।

আমি হবো সকাল বেলার পাখি বলে
মাগো তোমার ঘুম ভাঙবো না
নি:শব্দের বাতাস হয়ে বলবো
মাগো শান্ত হয়ে তুমি আরো ঘুমাও।

আমি এখন অনেক বড়,
আমি এখন সত্যিই জানি
কোনটা আমার সত্যিকারের ঘর!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: